সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চূড়ান্ত অনুমোদন পেল

নিজস্ব প্রতিবেদক

চূড়ান্ত অনুমোদন পেয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর আগে নতুন বেসরকারি খাতের ব্যাংক হিসেবে প্রাথমিক সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট)  পেয়েছিল প্রতিষ্ঠানটি। সভায় পিপলস ব্যাংকের বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। সভায় স্ট্যান্ডার্ড ব্যাংককে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর ও এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম পরিবর্তন করে গ্লোবাল ইসলামী ব্যাংক করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, অনুমোদন পাওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রধান উদ্যোক্তা হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের ভাই। ১৭ পরিচালক ও তিন স্বতন্ত্র পরিচালক নিয়ে যাত্রা করবে ব্যাংকটি। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক কার্যক্রম শুরু করলে দেশে সরকারি-বেসরকারি সব মিলিয়ে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৬০টি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর