ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্র্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, রাউফুন বসুনিয়া এই বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি গণতন্ত্রের জন্য সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করে আত্মদান করেছেন। চিন্তা ও কাজের মধ্যদিয়ে তিনি গণতন্ত্রকে ভালোবেসেছেন, দেশকে ভালোবেসেছেন। আজকে শিক্ষার্থীদের তার সেই মূল্যবোধ ও আদর্শকে ধারণ করে সব অপশক্তির বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাউফুন বসুনিয়ার ৩৫তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় গতকাল তিনি এসব কথা বলেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের প্রবেশপথ সংলগ্ন রাউফুন বসুনিয়ার ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য । পরে ডাকসুর সাবেক সাধারণ-সম্পাদক(জিএস) খায়রুল কবির খোকনের নেতৃত্বে ডাকসুর সাবেক ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা বসুনিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০টায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন করে ছাত্রলীগ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রাউফুন বসুনিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। প্রসঙ্গত, সামরিক শাসনামলে ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি সরকারবিরোধী মিছিলে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাউফুন বসুনিয়া।
শিরোনাম
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়