ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্র্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, রাউফুন বসুনিয়া এই বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি গণতন্ত্রের জন্য সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করে আত্মদান করেছেন। চিন্তা ও কাজের মধ্যদিয়ে তিনি গণতন্ত্রকে ভালোবেসেছেন, দেশকে ভালোবেসেছেন। আজকে শিক্ষার্থীদের তার সেই মূল্যবোধ ও আদর্শকে ধারণ করে সব অপশক্তির বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাউফুন বসুনিয়ার ৩৫তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় গতকাল তিনি এসব কথা বলেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের প্রবেশপথ সংলগ্ন রাউফুন বসুনিয়ার ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য । পরে ডাকসুর সাবেক সাধারণ-সম্পাদক(জিএস) খায়রুল কবির খোকনের নেতৃত্বে ডাকসুর সাবেক ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা বসুনিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০টায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন করে ছাত্রলীগ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রাউফুন বসুনিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। প্রসঙ্গত, সামরিক শাসনামলে ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি সরকারবিরোধী মিছিলে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাউফুন বসুনিয়া।
শিরোনাম
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
বসুনিয়ার শাহাদাত বার্ষিকীতে উপাচার্য
শিক্ষার্থীদের সব অপশক্তির বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর