রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বরিশাল আইনজীবী সমিতির পুনর্নির্বাচন দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচনী ফল প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে গতকাল আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ১৩ ফেব্রুয়ারির নির্বাচনকে বিতর্কিত দাবি করে পুনর্নির্বাচন চেয়েছেন। এই দাবি মানা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ওই নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয় আওয়ামী লীগ সমর্থিতরা। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সদস্য পদে একজন বিজয়ী হন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু অভিযোগ করেন, নির্বাচনে ৭৬০ জন ভোট দিয়েছেন। এর মধ্যে বাতিল হয়েছে ৪টি ভোট। অথচ চার সভাপতি প্রার্থীর প্রাপ্ত ভোট এবং বাতিল হওয়া চারটি ভোট যোগ করলে ভোটের সংখ্যা ৭৬৯টি। অর্থ্যাৎ ৯টি ব্যালট বেশি পাওয়া যায়। অভিযোগ করা হয় ওই ৯টি ব্যালট বারবার ভোটারদের হাত বদল হয়েছে।

সর্বশেষ খবর