বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

নিজস্ব প্রতিবেদক

বেতন স্কেল বাড়ানো ও টেকনিক্যাল পদমর্যাদাসহ চার দফা দাবিতে আগামী শনিবার থেকে কর্ম বিরতিতে যাচ্ছেন সারা দেশে মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সমন্বয়ক এনায়েত রাব্বি লিটন। তিনি বলেন, ‘আমাদের এই দাবি শিগগিরই মেনে না নেওয়া হলে এক লাখ ২০ হাজার রুটিন কেন্দ্রে টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর এক সমাবেশে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদার দাবি বাস্তবায়নে যে ঘোষণা দিয়েছিলেন, তারও কোনো প্রতিফলন পাইনি। আমরা এ দাবিটির প্রজ্ঞাপন দেখতে চাই।’ তাদের দাবিগুলো হচ্ছে-স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে ১৪ গ্রেডে উন্নীত করা, ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের গ্রেড উন্নীত করা, টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং চালু এবং প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজনের পরিবর্তে দুজন স্বাস্থ্য সহকারী নিয়োগ করা।

সর্বশেষ খবর