শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা
১১টি বাজার, স্বপ্ন ও ডিএসএস সুপার শপে অভিযান

জরিমানা এক লাখ ২২ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ১১টি বাজার ও বিভিন্ন সুপার শপে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সংস্থাটির উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে সাতটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় ১৩ প্রতিষ্ঠানকে এক লাখ ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। রাজধানীর গুলশান-১ কাঁচাবাজার, ডিসিসি মার্কেট, গুলশান-২ কাঁচাবাজার, বনানী কাঁচাবাজার, মহাখালী কাঁচাবাজার, রামপুরা কাঁচাবাজার, পলাশী বাজার, মালিবাগ বাজার, কাঁঠালবাগান বাজার, আগারগাঁও তালতলা বাজার, শেওড়াপাড়া বাজার, মিরপুর-২ বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। এ ছাড়া স্বপ্ন সুপার শপ, ডিএসএস সুপার শপসহ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আফরোজা রহমান জানান, গুলশান-১ এ ইসলামিয়া ফার্মেসিকে স্যানিটাইজারের দাম বেশি নেওয়ায় ৫০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ চিপস রাখার অভিযোগে গ্লোব ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর