শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় ৭৭ কোটি টাকা কর্মীদের দিল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংকট মোকাবিলায় গত ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানির লভ্যাংশ থেকে ৭৭ কোটি টাকা কর্মীদের দিল ওয়ালটন। ওয়ালটনের শ্রমিক-কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ইতিমধ্যে পাঠানো হয়েছে বলে গতকাল বিজ্ঞপ্তিতে জানায় কোম্পানিটি। এ প্রসঙ্গে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান বলেন, কোম্পানির লভ্যাংশ থেকে ৭৬ কোটি ৮০ লাখ ৫৮ হাজার ৪৮০ টাকা শ্রমিক-কর্মকর্তাদের মাঝে সমবণ্টন করে দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। এর বাইরে এ বছর সরকারি শ্রমিক কল্যাণ তহবিলে ওয়ালটন জমা দেবে ৭ কোটি ৬৮ লাখ ৫ হাজার ৮৪৮ টাকা; যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এরই মধ্যে শ্রমিক কল্যাণ তহবিলে শীর্ষ অর্থদাতা ওয়ালটন কর্তৃপক্ষ করোনার কারণে অভাবী মানুষদের জন্য সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ১০ লাখ টাকা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে যারা হিমশিম খাচ্ছেন, এ রকম ৪০ হাজার মানুষের খাবার সরবরাহে কাজ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সর্বশেষ খবর