শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

বন্ধের নির্দেশ না মানায় হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকারি নির্দেশ অমান্য করে চট্টগ্রামের হাটহাজারীতে দোকান খোলা রাখায় জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল দুপুরে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন। এ সময় হোটেল খোলা রাখার কারণে পৌর এলাকার দরবার হো?টেলের মালিক মোহাম্মদ আজাদকে ৫ হাজার, হোটেল শাহাজাহানের মালিক মোহাম্মদ সরোয়ারকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা এবং হাটহাজারী বড় মাদ্রাসার সামনের এক হোটেল সিলগালা করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘জনস্বার্থে এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে পৌরসভা এলাকার সব দোকান বন্ধ রাখতে বলা হয়।  কিন্তু সরকারি এ নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় দুটিকে জরিমানা এবং একটি বন্ধ করে দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ খবর