রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

মুজিব শতবর্ষ উপলক্ষে মতিঝিলে ছাত্রলীগ নেতার বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগান সামনে রেখে সবাইকে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়ার পর প্রতিটি ইউনিট এই কার্যক্রম শুরু করেছে। ব্যক্তি পর্যায়েও অনেক নেতা বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষরোপণ করছেন।

গতকাল বিকাল ৪টায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাহিদ আলমের পক্ষ থেকে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর। উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, টি অ্যান্ড টি কলেজ ছাত্রলীগের সাবেক ভি পি উত্তম কুমার গুপ্ত,  ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য হাবিবুর রহমান বিপ্লব, টি অ্যান্ড টি মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মাহবুব, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি পারভেজসহ এলাকার অন্য নেতৃবৃন্দ। এ সময় মতিঝিল এ জি বি কলোনি এবং আল হেলাল জোন শিশু পার্কের আশপাশে গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর তিন মাসব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির সাফল্য কামনা করে বলেন, এ ধরনের সামাজিক কাজ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর