মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর গুজব

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনোই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হবে মর্মে মন্তব্য করেননি। এটি গুজব। গতকাল মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গত ২৯ নভেম্বর একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী  শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে দাবি করেছেন, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হবে।’ যা ভিত্তিহীন ও গুজব।

সর্বশেষ খবর