সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে বাজেট বাড়ানোর তাগিদ বিশ্বব্যাংকের

প্রতিদিন ডেস্ক

করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে শিক্ষা বরাদ্দ কমিয়েছে ৬৫ শতাংশ নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশ। একইভাবে ৩৩ শতাংশ উচ্চ ও উচ্চ-মধ্যম আয়ের দেশও শিক্ষা বরাদ্দ কমিয়েছে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন দাবি করে বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শিক্ষায় যে পরিমাণ সরকারি ব্যয় প্রয়োজন, নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে ব্যয় বর্তমানে এর চেয়ে কম। প্রতিবেদনে বলা হয়, শিক্ষা ব্যয়ে করোনা মহামারীর স্বল্প মেয়াদে প্রভাব বোঝার জন্য সব অঞ্চলের ২৯ দেশের তথ্য সংগ্রহ করা হয়। এতে সহায়তা করেছে ইউনেস্কোর বৈশ্বিক শিক্ষা মনিটরিং (জিইএম) রিপোর্ট।

সর্বশেষ খবর