মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রমজানে মাদরাসার হিফজ ও ক্বেরাত বিভাগ খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে আসন্ন রমজান মাসে মাদরাসার হিফজুল কোরআন ও ক্বেরাত বিভাগ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি আল্লামা মুফতি রুহুল আমীন। গতকাল বোর্ডের মজলিসে আমেলার সভায় তিনি এ দাবি জানান। তিনি বলেন, বরকতময় রমজানে আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত হাসিল এবং মহামারীমুক্ত হতে হাফেজদের কোরআন মুখস্থ ও কোরআন তেলাওয়াত করা এবং দোয়া হওয়া খুবই জরুরি। মুফতি রুহুল আমীন বলেন, এতিমদের প্রতি সহানুভূতিশীল হয়ে প্রধানমন্ত্রী দেশের এতিমখানাগুলো খোলা রাখার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে কওমি মাদরাসার জামাত বিভাগ বন্ধ রয়েছে। এজন্য হিফজ ও ক্বেরাত বিভাগের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সহজ হবে। শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মাওলানা নুরুল হক, মাওলানা কাবিরুল ইসলাম, মাওলানা আবদুল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা হায়াত আলী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা আবুল কালাম, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা জামাল উদ্দিন, মুফতি মুঈনুদ্দিন, মাওলানা জাহিদ আল মাহমুদ, মাওলানা রেজাউল হক, মুফতি উসামা আমীন।

সর্বশেষ খবর