বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

নেপালকে করোনা চিকিৎসা সরঞ্জাম দিল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

কভিড-১৯ ভাইরাসে বিপর্যস্ত নেপালকে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত ড. বানশিধর মিশ্রর কাছে প্রতীকী চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। চিকিৎসা সরঞ্জাম সহযোগিতার মধ্যে ৫ হাজার বোতল রেমডিসিভির বা সংক্রমণ নিরোধক ইঞ্জেকশন (ইনজেকটেবল অ্যান্টি ভাইরাল), পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম), জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ রয়েছে। সংকটকালে এ চিকিৎসা সহযোগিতা পেয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে নেপালের রাষ্ট্রদূত ড. বানশিধর মিশ্র বলেন, বাংলাদেশ প্রকৃত বন্ধু।

 বিপদে সব সময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। গত বছরও করোনা সংক্রমণের শুরুতে এগিয়ে এসেছিল। এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন বিপদের সময় বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশের এ সহযেগিতার জন্য নেপাল কৃতজ্ঞ।

সর্বশেষ খবর