রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা ও রাজাকার তালিকা তৈরিতে চাই কমিশন : আবীর আহাদ

একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদ বিচার বিভাগ ও সামরিক বাহিনীর সমন্বয়ে একটি তদন্ত কমিশন করে সেই কমিশন দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তালিকা প্রণয়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অর্থের লালসা, আত্মীয়প্রীতি ও দলীয় দৃষ্টিকোণ থেকে মুক্তিযোদ্ধাকে রাজাকার ও রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়ে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠতম অধ্যায় ‘মুক্তিযুদ্ধ’কে চরমভাবে বিতর্কিত করার কার্যক্রমে যারা জড়িত তারা জঘন্যতম রাষ্ট্রদ্রোহিতার কাজটি করছেন। এদের খুঁজে বের করা মোটেই কঠিন নয়। দরকার সরকারের সদিচ্ছা। গতকাল এক বিবৃতিতে আহাদ বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) মুক্তিযোদ্ধাদের কোনো কল্যাণে আসছে না। উপরন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাই ভূলুণ্ঠিত হচ্ছে। সেই সঙ্গে শেখ হাসিনা সরকারেরও বদনাম হচ্ছে।

সর্বশেষ খবর