বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

ভূমি রাজস্ব আদালতে অনলাইন শুনানি শুরু

কমবে ভোগান্তি, সাশ্রয় হবে সময়ের

নিজস্ব প্রতিবেদক

ভূমি রাজস্ব বিষয়ক আদালতে অনলাইন শুনানি কার্যক্রমের উদ্বোধন করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, হাতের মুঠোয় ভূমিসেবা এখন আর কেবল স্লোগান নয়, বাস্তবতা। ভূমি রাজস্ব বিষয়ক আদালতে অনলাইন শুনানি ব্যবস্থা চালুর ফলে মানুষের হয়রানি ও ভোগান্তি কমানোর পাশাপাশি সময় সাশ্রয় নিশ্চিত করা যাবে। গতকাল ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভূমি রাজস্ব বিষয়ক আদালতে অনলাইন শুনানি কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মশিউর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস ও মুহাম্মদ সালেহউদ্দীন প্রমুখ। ওই অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন- দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যকে সামনে রেখে একটি প্রযুক্তিনির্ভর আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিষয়ক বিচারিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই অনলাইন শুনানি ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে ঘরে বসেই ভূমি মামলার শুনানিতে অংশ নিতে পারবেন দেশের নাগরিকরা। পৃথিবীর যে কোনো স্থান থেকে ভূমি মামলার শুনানিতে অংশ নেওয়া যাবে।

মন্ত্রী আরও বলেন, সবাইকে অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে রেজিস্ট্রেশন করার অনুরোধ করছি। আশা করছি শিগগিরই অনলাইনে এলডি ট্যাক্স সিস্টেমসহ আরও বেশ কিছু ভূমিসেবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের ‘ডিজিটাল বাংলাদেশ’-এর ফল আজকের বাস্তবের ডিজিটাল বাংলাদেশ।

সর্বশেষ খবর