সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

জাতীয় বায়োটেকনোলজি কুইজ চ্যালেঞ্জ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বেসরকারি উদ্যোগে জাতীয় বায়োটেকনোলজি কুইজ চ্যালেঞ্জ-২০২১। দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের ১৭২টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে জীবপ্রযুক্তি বিষয়ে দক্ষতা ও জনপ্রিয় করে তুলতে এ আয়োজন করেছে জীবপ্রযুক্তিবিদদের সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস। প্রথম ধাপে ঢাকা মহানগর, ঢাকা ও ময়মনসিংহ; চট্টগ্রাম; খুলনা ও বরিশাল; সিলেট ও নোয়াখালী; রাজশাহী ও উত্তরবঙ্গ- এই ৬টি অঞ্চলে বিভক্ত হয়ে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ জুলাই। প্রতিযোগিতা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। প্রতিটি পর্ব গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়টেকনোলজিস্টসের ফেসবুক পেজ থেকে লাইভে সরাসরি সম্প্রচারিত হবে।

 

সর্বশেষ খবর