বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কুড়িগ্রামে শিশুসহ ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই শিশুসহ ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপি ক্যাম্প এবং ভারতের ১৯২ বিএসএফের দুর্গানগর ক্যাম্পের সীমান্ত মেইন পিলার ৯৫৮/১০ এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বোর্ড হাটে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার ভোররাতে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে সোমবার বিকালে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

এরমধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী, একজন কিশোর এবং দুই শিশু রয়েছে। তাদের সবাইকে সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে বিজিবি। ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। জানা গেছে, সোমবার ভোররাতে ১০ বাংলাদেশি নাগরিক ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের দুর্গানগর ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের আটক করে। তারা ভারতের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ খবর