সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

গিনিতে সামরিক বাহিনীর ক্ষমতা দখল

প্রতিদিন ডেস্ক

গিনিতে সামরিক অভ্যুত্থানের খবর পাওয়া গেছে। টেলিভিশনে সংক্ষিপ্ত বার্তায় বিদ্রোহী সেনারা সরকার ও সংবিধান বিলুপ্তির ঘোষণা দিয়ে ক্ষমতা দখলে নিয়েছে। সূত্র : আল জাজিরা।  এর আগে পশ্চিম আফ্রিকার এই দেশটির  প্রেসিডেন্ট আলফা কোন্ডেকে সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে বলে যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। অন্য এক ভিডিওতে দেখা যায়, গিনির পতাকা গুটিয়ে সেনাবাহিনীর একজন কর্নেল বলছেন, নিজেদের ভাগ্য আমরা নিজের হাতে নিয়ে নিচ্ছি।    উল্লেখ্য, গত বছর তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে কোন্ডে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন।  তিনি দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ২০১০ সালে ক্ষমতায় আসেন। পরে ২০১১ সালে কোন্ডে একটি হত্যাকান্ডের প্রচেষ্টা থেকে বেঁচে যান। তখন বিদ্রোহী সৈন্যরা তার প্রাসাদে গুলি চালিয়েছিল।

সর্বশেষ খবর