বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
সোনার দোকানে ডাকাতি

মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ার নয়ারহাট বাজারে সোনার দোকানে গণডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। গতকাল সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। তিনি জানান, সোমবার রাত সাড়ে ৯টায় মনোরঞ্জন রাজবংশীসহ ভুক্তভোগী ৬ জন আশুলিয়া থানায় মামলা করেন। তবে গতকাল বিকাল পর্যন্ত কোনো মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায়, মনোরঞ্জন রাজবংশী রাত সাড়ে ৯টার দিকে তার শুভ জুয়েলার্স বন্ধ করে বাড়িতে চলে যান। অন্যান্য জুয়েলার্সের মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করেন। পরে ১৭টি সোনার দোকান থেকে ১২৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাতরা।

যার আনুমানিক মূল্য ৭৫ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া ডাকাতরা ৯১২ ভরি রূপাসহ নগদ ১৭ লাখ ৬০ হাজার টাকা লুটে নেয়।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জোরালো পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানায় মামলা করেন মনোরঞ্জন রাজবংশী।

এ ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডাকাতির ঘটনা উদঘাটন করতে ডাকাতদের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং মামলা করা হয়েছে। তদন্ত ও ডাকাত গ্রেফতার করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর