মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

উন্নয়নের কথা শুনে মানুষ বেকুব হয়ে যাচ্ছে : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের উন্নয়নের কথা শুনে কেউ বিস্মিত হচ্ছে না। বরং মানুষ বেকুব হয়ে যাচ্ছে। দেশের সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র হয়ে গেছে। তার পরও সরকার বলছে, তারা উন্নয়নের মডেল তৈরি করছে। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘কল্যাণরাষ্ট্র ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডাকসুর এই সাবেক ভিপি বলেন, বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ সবাই আজ কল্যাণরাষ্ট্রের কথা বলছে। সবাই যদি কল্যাণরাষ্ট্রের কথা বলে তাহলে আজ কেন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সরকারের কাছে ধরনা দিতে হচ্ছে? সরকারের সমালোচনা করে মান্না বলেন, এটা একটা ফাঁকিবাজ সরকার। জিডিপিনির্ভর উন্নয়নকেও ফাঁকি দিয়ে বোঝানোর চেষ্টা করছে। এই সরকার সত্য কথা বলেলেও মানুষ এখন বিশ্বাস করে না। সংগঠনের নেতা ডা. জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর নুরুল আমিন বেপারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ, বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্যারিস্টার আনোয়ার হোসেন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব, মাহবুব মুকুল, আনিসুর রহমান খসরু, মঞ্জুর কাদির, শাহিন জাহান, শাহনাজ রানু প্রমুখ।

সর্বশেষ খবর