শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

‘স্বেচ্ছা রক্তদাতারা রক্তপ্রবাহকে চেতনার প্রবাহে পরিণত করছেন’

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান বলেছেন, স্বেচ্ছা রক্তদাতারা তাদের রক্তপ্রবাহকে মূলত চেতনার প্রবাহে পরিণত করছেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে গতকাল কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে কমপক্ষে তিন বার, ২৫ বার এবং ৫০ বার স্বেচ্ছায় রক্ত দিয়েছেন- এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানায় সংগঠনটি। ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে পরিচালক এম রেজাউল হাসান, স্বেচ্ছায় রক্তদাতা ফারজানা রাব্বি খান এবং নিয়মিত রক্তগ্রহীতা থ্যালাসেমিয়া রোগী সানজিদা আক্তার মুন্নি বক্তব্য দেন।

অধ্যাপক ড. রফিক উল্লাহ খান আরও বলেন, রক্তদান ছাড়াও কোয়ান্টাম ফাউন্ডেশন তাদের নানা কার্যক্রমের মাধ্যমে শুদ্ধ, সচেতন ও জাগ্রত মানুষ গড়ে তুলছে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের মোট চাহিদার আট ভাগের এক ভাগ রক্ত সরবরাহ করছে কোয়ান্টাম। আমন্ত্রিত স্বেচ্ছা রক্তদাতাদের সনদপত্র, বিশেষ আইডি কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ খবর