শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিষ্ঠাতা এবং ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা শফিউল আলম প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। পাকিস্তানের আইন পরিষদের স্পিকার অ্যাডভোকেট মৌলভী গমির উদ্দিন প্রধানের তৃতীয় ছেলে শফিউল আলম প্রধান ১৯৬৮ সালে শেখ বোরহানউদ্দিন কলেজের নির্বাচিত জিএস এবং ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ হলের ভিপি নির্বাচিত হন। সর্বশেষ ১৯৭৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৪ সালের ৩০ মার্চ ছাত্রলীগের পক্ষে ক্ষমতাসীনদের দুর্নীতির তালিকা প্রকাশ করায় গ্রেফতার হন তিনি। এরপর ১৯৭৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৮০ সালের ৬ এপ্রিল জাগপা গঠন করেন শফিউল আলম প্রধান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে বনানীতে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন এবং আজ জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভার আয়োজন করা হবে।

সর্বশেষ খবর