বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শিশুদের করোনা টিকা দেওয়া শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আজ পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া শুরু হচ্ছে। রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক গতকাল বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ থেকে ২০ শিশুকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হতে পারে। এদের ফাইজারের টিকা দেওয়া হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে প্রায় ৩০ লাখ টিকা রয়েছে। এ মাসেই আরও ৭০ থেকে ৮০ লাখ টিকা পেতে যাচ্ছি। এসব টিকা দেওয়া শেষ হওয়ার আগেই পর্যাপ্তসংখ্যক টিকা আমাদের হাতে চলে আসবে।’

সর্বশেষ খবর