মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ভারতে পাঁচ মাস কারাভোগের পর ফিরলেন ৮৮ জেলে

নিজস্ব প্রতিবেদক

ভারতের কলকাতায় পাঁচ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৮ জন বাংলাদেশি। সাগরে মাছ ধরতে গিয়ে তারা ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয়েছিলেন। গতকাল সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন কালিন্দী নদীতে পতাকা বৈঠকের মাধ্যমে দুটি ফিশিং ট্রলারসহ এসব জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মফিজুল ইসলাম জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে সাগরে মাছ শিকারে গিয়েছিলেন এসব জেলে। এক পর্যায়ে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে তারা ভারত সীমান্তে ঢুকে পড়ায় ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এসব জেলেকে সে দেশের কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন কারাভোগকারী এসব বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ে বৈঠক হয়।

পরবর্তী পদক্ষেপ হিসেবে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের সোমবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া এসব জেলেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিজিবি সূত্র জানায়, ভারতের কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আটক ছিলেন ৮৮ জন বাংলাদেশি জেলে। বিজিবির ব্যবস্থাপনায় প্রত্যাবাসনকৃত ৮৮ জন বাংলাদেশি জেলেদের জন্য খাবার এবং অন্যান্য প্রশাসনিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর