বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
গণতন্ত্র মঞ্চের সভায় বক্তারা

সরকার গণজোয়ার দেখে গণরোষের ভয়ে দমননীতি বেছে নিয়েছে

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর দমন পীড়নের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেছেন, সরকারবিরোধী দলের সমাবেশে হামলা করছে। নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালাচ্ছে। সরকারি দলের সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিচ্ছে। এসব সরকারের চরম দমননীতির প্রকাশ। সরকার গণজোয়ার দেখে গণরোষের ভয়ে দমননীতি বেছে নিয়েছে। এভাবে হামলা-মামলা ও নির্যাতন করে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও এভাবে হামলা মামলা করে গণজোয়ারের এই ঢেউ থামাতে পারবে না। গতকাল গণসংহতি আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সভায় বক্তারা এ কথা বলেন।  সভায় আগামী ১৬ সেপ্টেম্বর বিকালে ঢাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়।

গণসংহতি আন্দোলন কার্যালয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাাবিবুর রহমান রিজু, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান।

সর্বশেষ খবর