সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পুতিনের ওপরই ভরসা রাখেন ৮১ শতাংশ রুশ নাগরিক

প্রতিদিন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর দেশটির জনগণের আস্থা এক সপ্তাহে ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। পুতিনের ওপর আস্থা রয়েছে রাশিয়ার ৮১ দশমিক ৫ শতাংশ জনগণের। সূত্র : এএফপি। অল রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টারে গত শুক্রবার প্রকাশিত জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, পুতিনের ওপর কতটা আস্থা রাখেন- এমন প্রশ্নে জরিপে অংশগ্রহণকারী ৮১ দশমিক ৫ শতাংশ মানুষ ইতিবাচক উত্তর দিয়েছেন। পুতিনের কাজের প্রতি অনুমোদন দিয়েছেন ৭৮ দশমিক ৩ শতাংশ মানুষ। রাশিয়ার সরকারের কাজ সমর্থন করেছেন জরিপে অংশগ্রহণকারী ৫১ দশমিক ৬ শতাংশ মানুষ। আর প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের উদ্যোগ সমর্থন করেছেন ৫২ দশমিক ৫ শতাংশ মানুষ। খবরে আরও বলা হয়েছে,  দশটির প্রধানমন্ত্রীর ওপর আস্থা রয়েছে ৬৩ দশমিক ৩ শতাংশ মানুষের।

জরিপে রাশিয়ার পার্লামেন্টের নেতাদের আস্থার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়। ৩২ দশমিক ৯ শতাংশ সিপিআরএফের  নেতা গেনাডি জিউগানোভ, ৩০ শতাংশ আ জাস্ট রাশিয়া ফর ট্রুুথের নেতা সের্গেই মিরোনভের, ৯ দশমিক ১ শতাংশ দ্য নিউ পিপল দলের নেতা অ্যালেক্সি নেচায়েভের ও ১৮ দশমিক ৭ শতাংশ এলডিপিআরের নেতা লিওনিড স্টাতস্কির ওপর আস্থা রেখেছেন।

এ ছাড়া ৪০ দশমিক ৭ শতাংশ ইউনাইটেড রাশিয়া পার্টি, ১০ দশমিক ৩ শতাংশ সিপিআরএফ, ৪ দশমিক ১ শতাংশ দ্য নিউ পিপল পার্টি, ৭ দশমিক ৫ শতাংশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি অব রাশিয়া ও আ জাস্ট রাশিয়া ফর ট্রুথকে সমর্থন করেছেন ৫ দশমিক ৮ শতাংশ মানুষ। উল্লেখ্য, ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এ জরিপটি চালানো হয়।

সর্বশেষ খবর