বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

মানব পাচারে ৯ সরকারি কর্মকর্তা শিরোনামে গত ২৪ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। প্রতিবাদ পত্রে বলা হয়, এই সংবাদ প্রকাশ করে সরকার ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ভাবমূর্তি ক্ষুণœ করার অপচেষ্টা করা হয়েছে। প্রকৃতপক্ষে মানব পাচারের সঙ্গে কোনো সরকারি প্রতিষ্ঠান বা কর্মকর্তা/কর্মচারীর জড়িত থাকার কোনো সুযোগ নেই। বিএমইটি রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করলেও বিএমইটি সরাসরি কোনো কর্মী প্রেরণ করে না। ফলে, কর্মী প্রেরণ সিন্ডিকেটের সঙ্গে বিএমইটি কর্মকর্তা/কর্মচারীদের সম্পৃক্ত থাকার সুযোগ নেই। তারপরও কারও বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়’।

প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত প্রতিবেদনটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তুত করা ‘জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে জাল-জালিয়াতির প্রক্রিয়ায় আরব আমিরাতে গমনেচ্ছুক কর্মীদের অবৈধভাবে বহির্গমন ছাড়পত্র প্রদান সংক্রান্ত তদন্ত প্রতিবেদন’ শীর্ষক তদন্ত প্রতিবেদন থেকেই লেখা হয়েছে। এতে প্রতিবেদনের নিজস্ব কোনো বক্তব্য নেই।

সর্বশেষ খবর