বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্প এলাকায় বাসের ধাক্কায় সজল সেলিম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক সূত্র জানায়, সেলিম উবার চালক। গতকাল সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে আল-আরাফা পরিবহনের একটি বাস তার গাড়িতে ধাক্কা দেয়। সেলিম ঢাকার দোহারের বান্দুরা এলাকার মৃত ওসমান গনির ছেলে। তিনি রায়েরবাগের মদিনাবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি দুই ছেলের বাবা। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর