শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দুই নারীকে পরিকল্পিত হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাবুগঞ্জে লালমুন্নেছা (৯৫) ও রিপা বেগম (২৩) নামে একই পরিবারের দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতের খাবারে চেতনানাশক মিশিয়ে অথবা স্প্রে করে তাদের হত্যা করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। এ ঘটনায় মিনারা বেগম (৫০) নামে ওই পরিবারের আরেক নারীকে অচেতন অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৯টার পর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের খন্দকার বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত লালমুন্নেছা ওই বাড়ির প্রয়াত মকবুল হোসেনের স্ত্রী। রিপা বেগম মকবুল হোসেনের নাতি সোলায়মানের স্ত্রী। মিনারা বেগম সোলায়মানের মা। প্রতিবেশী ও স্বজনরা জানান, বুধবার রাত ৯টার দিকে ওই পরিবারের নারী সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। কিছুক্ষণ পর লালমুন্নেছা ও রিপা অসুস্থ হয়ে পড়েন। এ সময় কিছুটা স্বাভাবিক থাকা মিনারা বেগম চিৎকার দিলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক লালমুন্নেছা ও রিপাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, রাতে ওই ঘরে সিঁধ কাটা দেখতে পাওয়া গেছে। দুর্বৃত্তরা ওই পরিবারের নারীদের স্বর্ণালংকার এবং মুঠোফোন নিয়ে যায়। বাড়ির কর্তা দেলোয়ার হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে বরিশাল নগরীতে বসবাস করেন।

 গ্রামের বাড়িতে থাকত সোলায়ানের স্ত্রী রিপা, মা মিনারা এবং দাদী লালমুন্নেছা। বাবুগঞ্জ ও মুলাদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, রাতের খাবারে চেতনানাশক মিশিয়ে অথবা স্প্রে করে তাদের অচেতন করা হয়েছে। পরিকল্পিতভাবে এই হত্যা সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়ের ও অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর