সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রাম কাস্টমস হাউসে অনুপ্রবেশের অভিযোগে ফের রিমান্ডে দুই যুবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কাস্টমস হাউসের অপারেশনাল ম্যানেজারের কক্ষে অনুপ্রবেশের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই যুবককে ফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালত এ আদেশ দেন।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, প্রথম দফায় রিমান্ডে কোনো তথ্য না পাওয়ায় পুনরায় আবেদন করলে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন থেকে বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান মামলাটি তদন্ত করবেন। আটকরা হলেন পটুয়াখালীর খেপুপাড়ার মেহেদী হাসান (২৯) ও ফেনীর নৈরাজপুর জামাল মেম্বার বাড়ির খায়েজ আহমেদ (২৯)।

কাস্টমস সূত্র জানায়, ৪ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে চট্টগ্রাম কাস্টমস হাউসে ওই দুই যুবক অনুপ্রবেশ করেন। তাদের একজন হাউসের নিচতলায় আমদানি-রপ্তানিসংক্রান্ত সফটওয়্যারের কার্যক্রমের দায়িত্ব¡প্রাপ্ত অপারেশনাল ম্যানেজারের কক্ষে ঢুকে পড়েন। অন্যজন কক্ষের বাইরে থেকে পাহারা দেন। পরে দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় দুই যুবককে আটক করেন কাস্টমস কর্মকর্তারা।

সর্বশেষ খবর