আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, আন্দোলনের তীব্রতা যত বেশি বৃদ্ধি পাবে প্রশাসন ততবেশি নিরপেক্ষ হবে। এটাই হচ্ছে বাস্তবতা। অথচ বিএনপি ভোট বাধাগ্রস্ত করার জন্য ২০১৪ সালে জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের নামে ছয় শ স্কুল-মাদরাসা পুড়িয়ে দিয়েছে। মানুষ মেরেছে। অগ্নিসন্ত্রাস করেছে। এটা কোনো আন্দোলন হতে পারে না। আন্দোলনে জনসম্পৃক্ততা থাকতে হয় না হলে কোনো আন্দোলনই গতি পায় না। গতকাল দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে পঞ্চম জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন অফিস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা নির্বাচনে যাবেন না, চ্যালেঞ্জও করবেন না তাহলে সেই নির্বাচনে যে কোনো একজন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এটাই হচ্ছে নিয়ম। নির্বাচনে না এসে বাইরে বসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে কথা বলার কোনো মানে নেই। আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাভোকেট খান সাইফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা নির্বাচন অফিসার অহিদুজ্জামান মুন্সি। সভা শেষে নতুন ভোটারদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু।