পবিত্র হজ ও ওমরাহ যাত্রীদের অস্বাভাবিক বর্ধিত বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক। তিনি বলেন, বর্ধিত বিমান ভাড়া সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। দেশের দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার এবং সীমাহীন দুর্নীতির শেষ আঘাত ধর্মপ্রাণ হজ ও ওমরাহ যাত্রীরা। গতকাল এক বিবৃতিতে জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা আশরাফ বিমান ভাড়া অত্যধিক বৃদ্ধির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, বিশ্বের সবচেয়ে বেশি বিমান ভাড়াসহ যাবতীয় বেশি খরচ দিতে হচ্ছে বাংলাদেশি হাজিদের।
পৃথিবীর কোনো দেশ থেকেই জেদ্দা রুটে এত বেশি বিমান ভাড়া নেওয়া হয় না, যা ঢাকা-জেদ্দার ফ্লাইটে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, চুরি, দুর্নীতির কারণে বাংলাদেশ বিমানের সারা বছরের ঘাটতি পুষিয়ে নিতে শেষ পর্যন্ত আল্লাহর ঘরের মেহমানদের পকেট কাটার ব্যবস্থা নিয়েছে সরকার। হজ-ওমরাহ ধর্মীয় বিষয়। এ জায়গাটুকু অন্তত দুর্নীতিমুক্ত রাখতে হবে। অনতিবিলম্বে ঢাকা-জেদ্দা রুটের হজ ও ওমরাহ যাত্রীদের বর্ধিত বিমান ভাড়া কমিয়ে বছরের অন্য সময়ের মতো স্বাভাবিক ভাড়া নির্ধারণের দাবি জানান তিনি।