শিরোনাম
রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিডিআর বিদ্রোহে ঘি ঢেলেছিল বিএনপি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি ২০০৯ সাল থেকে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত। এর অংশ হিসেবে তারা বিডিআর বিদ্রোহের ঘটনায় ঘি ঢেলেছে। বিদ্রোহে বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্টতা ছিল। ওইদিন প্রত্যুষে খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তারেক জিয়ার সঙ্গে বহুবার কথা বলেছেন। সেই রেকর্ড আমাদের কাছে আছে।’ চট্টগ্রামে গতকাল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবদের সরকারকে টেনে নামানোর হুমকি এখন মানুষের কাছে কৌতুক।’

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে হট্টগোলের জন্য মির্জা ফখরুল আওয়ামী লীগকে দোষারোপ করার বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘সুপ্রিম কোর্টের ইতিহাসে যত কলঙ্কজনক ঘটনা ঘটেছে সবই বিএনপি ঘটিয়েছে।’ তথ্যমন্ত্রী এর আগে চট্টগ্রাম নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া মৌসুমী আবাসিক এলাকায় আরসিসি ড্রেনসহ রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, কাউন্সিলর শাহীন আক্তার রোজীসহ করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর