বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের মুক্তি দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। গতকাল বিকালে সংগঠনের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আহসান হবীব, আলমগীর হোসেন রনি, উজ্জ্বল হোসেন, হুমায়ুন কবির, জুয়েল সাহা, রিয়াদ মাহমুদ, ছাত্রদলের সহসভাপতি মিলাদ উদ্দিন ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সহসভাপতি লুতফর, রাশু, আজিম, রকি, কাওসার, মাসুম, য্গ্মুসম্পাদক সুমন, জাফর প্রমুখ অংশ নেন।