এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেছেন, এখন ঘরে-বাইরে হাহাকার, রন্ধ্রে রন্ধ্রে দুঃশাসনের ছাপ। মানুষের দুঃখ দুর্দশা এত চরম মাত্রায় পৌঁছেছে যে, তারা আজ হিতাহিত জ্ঞানশূন্য। এটা একটা সমাজের জন্য চরম অশনিসংকেত। এবি পার্টির মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল রাজধানীর বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার বিতরণ ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় শত শত সামর্থ্যহীন রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কারী মাওলানা রুহুল আমিন। বক্তব্য রাখেন বাংলাদেশ মুফাস্সির পরিষদের যুগ্ম মহাসচিব মাওলানা মো. এমরানুল হক, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, শাহ আবদুর রহমান প্রমুখ।