রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ইসিকে স্বাধীন ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে

ইসলামী গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) পুরোপুরি স্বাধীন এবং শক্তিশালী কমিশন হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সরকারকে সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই পরিবেশ সরকারকেই তৈরি করতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় সংগঠনের মহাসচিব নুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এম এ আউয়াল বলেন, নির্বাহী বিভাগসহ সব বিভাগ নির্বাচনকালীন সময়ে ইসির অধীনে কাজ করলেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেই দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করবে। বিরাজনীতিকরণ চলতে থাকলে দেশের মানুষ রাজনীতির বাইরে চলে যাবে। সাংবিধানিক ধারা মেনে সময়মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসলামী গণতান্ত্রিক পার্টি সেই নির্বাচনে অংশ নেবে। তাই এখন থেকেই সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ আসনে গণসংযোগ শুরু করতে হবে। সতর্কতার সঙ্গে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।

সর্বশেষ খবর