রাজধানীর মার্কেটগুলোতে ঘন ঘন আগুন নাশকতা কি না খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনা নাশকতা না কি দুর্ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।