রংপুরের মিঠাপুকুরে সরকারি কার্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের তালা ভেঙে মোটরসাইকেল, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগে কিশোর অপরাধী চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল, ল্যাপটপ, সিপিইউ ও ব্যাটারিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। গতকাল বিকালে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফিং করেন। গ্রেফতার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো- মেহেদী হাসান মারুফ (২৪), রিয়াদ বাবু (২০), সৈকত রহমান (১৮), আবিদ মাহমুদ মাসুম (২৪) ও মঞ্জুর হোসেন টেক্কা (২৫)। গতকাল সন্ধ্যায় তাদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে মিঠাপুকুর থানা পুলিশ। জানা গেছে, মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে ৩০ এপ্রিল রাতে গেটের তালা ভেঙে মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। এর ২ দিন পর উপজেলার শঠিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভেঙে ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। আগে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় এবং মিঠাপুকুর প্রেস ক্লাব ভবনেও চুরি সংঘটিত হয়েছিল। ঘটনার পর পুলিশ মঙ্গলবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফিজার রহমান বলেন, ‘ইতোমধ্যে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
সেই সঙ্গে পাঁচজনকে গ্রেফতার করে প্রত্যেককে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’