আড়াই মাস আগে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপির হাল ধরলেন প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা। রাজধানীর গুলশানে শাইনপুকুর স্যুটসের সিগনেচার হলে সংবাদ সম্মেলনে তাকে দলের নতুন নেতা বলে ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে নাজমুল হুদার স্ত্রী তৃণমূল বিএনপির উপদেষ্টা সিগমা হুদা জানান, আগামী বছর দলের কাউন্সিল না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তার মেয়ে অন্তরা।
বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য নাজমুল হুদা ২০১৫ সালে তৃণমূল বিএনপি গঠন করেন। গত ১৯ ফেব্রুয়ারি তিনি মারা যাওয়ার কয়েকদিন আগে দলটি ইসির নিবন্ধন পায়। নাজমুল হুদার মৃত্যুর পর তৃণমূল বিএনপির চেয়ারম্যানের পদটি ফাঁকা ছিল। ৭৬ দিন পর নতুন নেতার নাম ঘোষণা হলো।