বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গণবিধ্বংসী অস্ত্র বিষয়ে প্রশিক্ষণ পেল বাংলাদেশ পুলিশ

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ পুলিশকে সন্ত্রাসবাদীদের গণবিধ্বংসী অস্ত্র মোকাবিলায় প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো দক্ষিণ এশিয়াসহ বিশ্বব্যাপী কাজ করছে। গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে গণবিধ্বংসী অস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ ধরনের গুরুতর হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী কাজ করছে। বাংলাদেশ সরকার এ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

সর্বশেষ খবর