সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শিমুল মিয়া আবির (২৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায় হত্যার ঘটনা ঘটে। শিমুল মিয়া আবির যশোর জেলার অভয়নগর থানার লেবুগাতি এলাকার মো. মনসুর সরদারের ছেলে। তিনি জামগড়া স্টার লিং ক্রিয়েশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নতুন ইপিজেডের পেছনে ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকার বালুর মাঠে ছিলেন শিমুল মিয়া।
হঠাৎ কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় শিমুল নিস্তেজ হয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়।