নিম্নমানের অনুমোদনহীন কাগজে বই ছাপার কারণে সরকার প্রেসের ১০ লাখ ফর্মা ও ৫০ হাজার কপি বই নষ্ট করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গতকাল বিকালে এই অভিযান পরিচালনা করে। এনসিটিবি সূত্র জানায়, প্রাথমিক ও মাধ্যমিকের বই ছাপাকাজ পাওয়া সরকার প্রেস নিম্নমানের কাগজে প্রাথমিকের বই ছাপছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এসব বই জব্দ করা হয়। পরে সেগুলো কেটে নষ্ট করা হয়।
এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু বলেন, এ প্রতিষ্ঠানটি মানহীন কাগজে বই ছাপছিল। এ ছাড়া অননুমোদিত ঠিকানায় গোপনে এ কার্যক্রম পরিচালনা করছিল তারা। পরে সেখানে এনসিটিবির প্রতিনিধিদল অভিযান পরিচালনা করে এবং নিম্নমানের ১০ লাখ ফর্মা ও ৫০ হাজার কপি বই নষ্ট করা হয়।
এদিকে সরকার প্রেসের স্বত্বাধিকারী ওমর ফারুক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা শতভাগ মান নিয়ন্ত্রণ করেই ছাপাকাজ করছিলাম। আর প্রতিষ্ঠানের বৈধ ঠিকানার কারখানাতেই বই ছাপাকাজ চলছিল। কিন্তু এনসিটিবি কেন এসব অভিযোগ এনেছে, তা আমার জানা নেই।