পটুয়াখালীর মির্জাগঞ্জে দরজা ভেঙে ডাকাত সদস্যরা ঘরে প্রবেশ করায় আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন গৃহকর্তা। পরে নিজেরাই সেবা দিয়ে সুস্থ করার পর স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাত সদস্যরা। উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, রাত ২টার দিকে ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলামের ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাত দল। এরপর একই বাড়ির নজরুলের চাচা ওষুধ ব্যবসায়ী সোবাহান হাওলাদারের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় ডাকাত দেখে অসুস্থ হয়ে পড়েন সোবাহান। পরে ডাকাত সদস্যরা পানি পান করিয়ে সুস্থ করার পর টাকা ও স্বর্ণালংকার নিয়ে নির্বিঘ্নে চলে যায়। এ সময় বাড়ির কেউ এতে প্রতিবাদ করেনি।
সোবাহান হাওলাদার বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ ঘরে প্রবেশ করায় আমি ভয়ে অসুস্থতাবোধ করলে ডাকাতরা আমাকে পানি খেতে দেয়। পরে আলমারি ভেঙে এক ভরির স্বর্ণের চেইন, ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে চলে যায়।’
মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার বলেন, ‘খবর পাওয়ার পর সকালেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে অভিযোগ দিতে বলে এসেছি।’