রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় চলন্ত গাড়ি থেকে থাবা দিয়ে এক নারীর হাতব্যাগ ছিনতাইকালে তিনি পড়ে গেলে তাকে টেনেহিঁচড়ে নিয়ে আহত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে রাজধানীর রামপুরার বনশ্রীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইর স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. আবদুর রহমান। তিনি বলেন, ভিডিও ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং আগের ঘটনার ধরন বিশ্লেষণ করে তারা রবিউল নামে একজনকে শনাক্ত করেন। এরপর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকার এবং ওই ভুক্তভোগী নারীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, রবিউল আদালতে ছিনতাইয়ের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিতে তিনি আদালতকে জানিয়েছেন, তিনি ও তার দুই সহযোগী প্রায় প্রতিদিনই ভোরে ঢাকায় প্রাইভেটকার নিয়ে ছিনতাই করতে বের হতেন। তাদের টার্গেট হতো কর্মস্থলে যাওয়ার জন্য ভোরে বের হওয়া সাধারণ মানুষ।
ঘটনার দিনও তারা এ ধরনের আরও চারটি ছিনতাই করেন। তারা তিনজন মিলে ২৫-৩০টির বেশি ছিনতাই করেছেন। প্রতিবার ছিনতাই শেষে মোবাইল ফোন ও নগদ অর্থ ভাগ করে নিতেন এবং ব্যাগে থাকা বাকি জিনিসপত্র ফেলে দিতেন। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। তদন্ত শেষ করে দ্রুতই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
গত ২৬ এপ্রিলে ভোরে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে গাজীপুরের চন্দ্রায় অবস্থিত সরকারি কলেজের প্রভাষক ফারহানা আক্তার জাহান ছিনতাইয়ের শিকার হন। তিনি বাসের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।