জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘শুধু মৌখিক অঙ্গীকার নয়, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ নিয়ে আরও সংকট তৈরি হবে।’ গতকাল এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, ‘২৪-এর আন্দোলনের আগে সুশীল সমাজের সবাই রাষ্ট্র সংস্কারের কথা বলেছিলেন। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকে সংস্কার চান না। সরাসরি ক্ষমতায় যেতে চান। আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভারসাম্য রাখতে পারে এমন সংবিধান চাই যা নতুন রাজনৈতিক পরিচয় নিয়ে সামনে আসতে পারে।’
‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই?’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
আখতার হোসেন আরও বলেন, ‘বাহাত্তরের সংবিধান এমনভাবে সাজানো হয়েছিল, যাতে শেখ মুজিব একচেটিয়াভাবে ও স্বচ্ছন্দে ক্ষমতা ধরে রাখতে পারেন। তিনি ক্ষমতা চিরস্থায়ী কুক্ষিগত করতে চেয়েছিলেন। যে সংকট এখনো আছে।’ তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের ৮৪ প্রস্তাবের বেশির ভাগই সংবিধান সম্পর্কিত। সেখানে অনেক দলই একমত পোষণ করেছে। আমরা মনে করি উচ্চকক্ষে পিআর হলে সবার প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু অনেকে তা মানতে পারছে না। তাদের মতে এতে সরকার দুর্বল হবে। সে যুক্তি খোঁড়া ও সত্যের অপলাপ।’