গত ৯ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আড়াই কোটি টাকার অনিয়ম, অধ্যক্ষের নিয়োগও অবৈধ’ খবরের প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশ।
প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন যে, খবরটি সম্পূর্ণ মিথ্যা। তিনি অর্থ আত্মসাৎ করেছেন এমন তথ্য ডিআইএ রিপোর্টে বলা হয়নি। রিপোর্টের কোথাও তাঁকে অবৈধ বলা হয়নি। বৈধ গভর্নিং বডির মাধ্যমে তার নিয়োগ হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রতিবেদকের বক্তব্য : পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) প্রতিবেদনের ভিত্তিতে সংবাদটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদকের মনগড়া কোনো তথ্য ছাপা হয়নি। প্রতিবেদনে ‘প্রাপ্ত তথ্য ও পর্যালোচনায়’ বলা হয়েছে, অবৈধ কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া মোস্তফা কামাল খোশনবীশের নিয়োগ অবৈধ। অধ্যক্ষ অর্থ আত্মসাৎ করেছেন প্রকাশিত প্রতিবেদনে এরকম কোনো তথ্য ছিল না। এ ছাড়া প্রকাশিত খবরে অধ্যক্ষের বক্তব্যও ছাপা হয়েছে।