যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করলো কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কলকাতার যে ভবনে রাজনৈতিক নেতারা দাফতরিক কাজ করেছিলেন সেই শেক্সপিয়র সরণির অরবিন্দ ভবনে একটি আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-হাইকমিশনার জকি আহাদ, বাংলাদেশের স্বাধনীতা পদকপ্রাপ্ত ও ভারতের সরকারি গণমাধ্যম দূরদর্শনের সাবেক অনুষ্ঠান পরিচালক পঙ্কজ সাহা, ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্তসহ গণ্যমান্য ব্যক্তিরা।
ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য উল্লেখ করতে গিয়ে জকি আহাদ বলেন '১৯৭১ সালের আজকের দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথ তলার আমবাগানে বিদেশি অনেক গণমাধ্যমের প্রতিনিধিদের সামনে আহুত অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামেকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে স্বাধীন বাংলাদেশ সরকারের সূচনা ঘোষিত হয়।'
তিনি আরও বলেন, 'আমরা আজ ৮ নং শেক্সপীয়র সরণীর যে বাড়িতে সমবেত হয়েছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সেই বাড়িটির অপরিসীম গুরুত্ব ছিল। সে সময়ে মুক্তিযোদ্ধাদের অন্যতম আশ্রয়স্থল ছিল এটি।'
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম চলাকালীন ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ ও সালাম গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠানেই পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। একইসঙ্গে মেহেরপুরের এই বৈদ্যনাথতলা গ্রামটির নামকরন করা হয় মুজিবনগর।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৫/ এস আহমেদ