ঐতিহাসিক মুজিবনগর দিবসটি দেশ-বিদেশের মত কুয়েতেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের প্রথম সচিব এম এ জলিলের সঞ্চালনায় দূতালয় প্রধান আবদুল লতিফ খান (কাউন্সিলর শ্রম) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন বিগ্রেডিয়ার জেনারেল নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী। ঐতিহাসিক মুজিব নগর সরকারের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এম এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা এ কে এম দেলোয়ার হোসেন, প্রকৌশলী খাইরুজ্জামান।
আরও বক্তব্য রাখেন কুয়েতিয়া মারাফিয়া কোম্পানির সিইও শহীদ ইসলাম পাপুল, আবদুর রব মাওলা, আলিম উদ্দিন, সাদেক হোসেন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম ভুলু, এসএম আবদুল আহাদ, সাইফুর ইসলাম মনসুর প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এম এ হান্নান এবং প্রকৌশলী খাইরুজ্জামান তখনকার সময়ে তাদের ভূমিকার কথা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে কুয়েত প্রবাসী মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বাংলাদেশ কমিউনিটির প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল, ২০১৫/ রশিদা