শেখ হাসিনার নেতৃত্ব মেনে জামায়াতের সঙ্গ ত্যাগ করে বিএনপিকে 'জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যে' আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ। রবিবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কুয়ালালামপুরের মতিয়ারা কমপ্লেক্সে মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ও সহ-সভাপতি শাহ আলম হাওলাদারের যৌথ পরিচালনায় পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, শাহীন সরদার, মুক্তিযুদ্ধা দেলোয়ার হোসেন মজনু, মুক্তিযুদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, নূর মুহাম্মদ ভূইয়া, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাসেম, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল চেৌধুরী, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বিজন মজুমদার, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
পরিচিতি সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৯ জুলাই, ২০১৬/ আফরোজ