বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ ধীরেন্দ্রনাথ দত্তকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে কানাডার টরন্টো প্রবাসী বাংলাদেশি সুধীজনেরা। এ উপলক্ষে আগামী ৮ এপ্রিল ডেনফোর্থের মিজান অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালে পাকিস্তানের গণ পরিষদে সর্বপ্রথম বাংলাকে একটি রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৯ মার্চ তাঁকে স্থানীয় পাকিস্তানি দালালদের প্ররোচনায় কুমিল্লার বাসভবন থেকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে বর্বরোচিত নির্যাতনের পর হত্যা করে।
ধীরেন্দ্রনাথ দত্ত’র কর্মময় জীবনকে স্মরণ করতে টরন্টোতে ‘ধীরেন্দ্রনাথ দত্ত স্মরণ পর্ষদ’ গঠিত হয়েছে। আবৃত্তি শিল্পী রেজা অনরিুদ্ধকে আহ্বায়ক এবং সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেনকে সদস্য সচিব করে একটি কমিটিও গঠিত হয়েছে। ৮ এপ্রিলের আলোচনা সভায় ধীরেন্দ্রনাথ দত্তের কর্মময় জীবনের উপাখ্যান তুলে ধরা হবে।
‘ধীরেন্দ্রনাথ দত্ত স্মরণ পর্ষদ’ এর আহ্বায়ক রেজা অনিরুদ্ধ এবং সদস্য সচিব আহমেদ হোসেন ভাষা আন্দোলনের এই অগ্রপথিকের স্মরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য টরন্টোতে বসবাসরত সকল বাংলাভাষীদের অনুরোধ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৭/মাহবুব