বাংলা নতুন বছরকে বরণ করতে প্রতি বছর ইতালিব্যাপী বৈশাখী মেলাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাঙালিরা। বৈশাখের তৃতীয় দিনে রবিবার রোমের মনতানিওয়ালা পার্কে লাওরেন্তিনা প্রবাসী বাংলা ঐক্য পরিষদের আয়োজনে জমকালো বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় একদিকে রকমারী খাবার আর অন্য দিকে গানে গানে মেতে উঠে সবাই। বাঙালিদের মিলন মেলায় পরিণত হয় মেলা। কানায় কানায় পরিপূর্ণ হয় পুরো মেলা।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি জি এম কিবরিয়া, সাবেক সভাপতি কেএম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি দিদারুল আবেদীন, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি জাহাঙ্গীর ফরাজী।
লাওরেন্তিনা প্রবাসী বাংলা ঐক্য পরিষদের সভাপতি এম এ তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় মেলার সার্বিক সহযোগিতায় ছিলেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি নজরুল ইসলাম মাঝি, কিশোরগঞ্চ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাক, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, কমিশনার কবির হোসেন।
মেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন লাওরেন্তিনা প্রবাসী বাংলা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান মনির, উপদেষ্টা মোশাররফ হোসেন, জাকির হোসাইন, মো. আল আমিন, এমডি মোসাইদ, সোহাগ মোল্লা, নেছা খাইরুনসহ আরও অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সম্পাদিকা সুরাইয়া সিদ্দিকা, আমোদ প্রমোদ সম্পাদক সাদিয়া ইয়াসমীন সুলকা প্রমুখ। মেলার মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস। মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, আগামী বছর আরও ব্যাপকভাবে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সঙ্গীত পরিবেশন করেন তাহেরুল ইসলাম, বাবু বাঙাল, পুতুলসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৭/এনায়েত করিম